হালাল আয়ের একমাত্র ভরসা গোল্ডস্যান্ডস গ্রুপ

Post By - Mr R

26 May 2024 | 04:30 PM

52024e57-a03a-4345-94e7-135fc6adbee7.jpg

দেশের পর্যটন খাতে বিনিয়োগের হাতছানি নিয়ে আপনার জন্যই অপেক্ষা করছে গোল্ডস্যান্ডস গ্রুপ। পর্যটন খাতে হোটেল ব্যবসায় শীর্ষে থাকা ও পথপ্রদর্শক এই প্রতিষ্ঠানটি আপনাকে দিচ্ছে আজীবন হালাল আয় ও সুদমুক্ত জীবনের নিশ্চয়তা।

পর্যটন খাতের উন্নয়নে মহাপরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যেই অর্থনৈতিক গেম-চেঞ্জার হতে চলেছে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের এই শহরগুলো এমনভাবে পর্যটক দ্বারা পরিপূর্ণ যে, কখনো কখনো সমুদ্রের ঢেউয়ের চেয়ে পর্যটকের সংখ্যা বেশি বলে মনে হয়। বিশেষ করে পর্যটন মৌসুমে হিমশিম অবস্থায় পড়ে যান স্থানীয় হোটেল-মোটেলের মালিক-কর্মকর্তা ও কর্মচারীরা।

গোল্ডস্যান্ডস গ্রুপের যেকোনো হোটেলে স্যুইট বা আংশিক মালিকানা ক্রয় করলেই পাওয়া যাবে সাফ-কবলা রেজিস্ট্রেশন। যেখান থেকে বছর জুড়েই পাওয়া যাবে নিশ্চিত মুনাফাসহ হালাল আয়। এছাড়াও উপভোগ করতে পারবেন হোটেলের বিভিন্ন সুযোগ-সুবিধা। পাশাপাশি গোল্ডস্যান্ডস গ্রুপের রিওয়ার্ড মেম্বার কার্ডের মাধ্যমে বিভিন্ন রিটেইল আউটলেট ও রেস্টুরেন্টের ডিস্কাউন্ট ফ্যাসিলিটি তো থাকছেই। সবচেয়ে বড় কথা, গোল্ডস্যান্ডস গ্রুপে বিনিয়োগ করে নিশ্চিত করতে পারবেন সুদমুক্ত হালাল জীবন।



Schedule Meeting
Brochure Download