ভ্রমণে যাওয়ার কথা ভাবছেন? এই বিষয়গুলো মাথায় রাখুন

Post By - Mr R

15 Jul 2024 | 07:43 PM

1beca60e-9df9-4511-9ad0-52708c707f5c.jpg

আসলে বেড়াতে যাওয়ার জন্য কোনো উপলক্ষ্যের প্রয়োজন হয় না। হাতে কয়েক দিনের ছুটি মিললেই কেউ পাড়ি দেন পাহাড়ে কিংবা কারও পছন্দ সমুদ্র। একঘেয়েমির জীবন থেকে কয়েকদিনের ছুটি নিয়ে বেড়িয়ে এলে শরীর ও মন ঝরঝরে হয়ে ওঠে। একবার গন্তব্যে পৌঁছে গেলে আর কোনো চিন্তা থাকে না। তবে বেশি দূরে গেলে অনেক সময় নানান সমস্যার সৃষ্টি হয়। একে অপরিচিত জায়গা, তার ওপর সেখানকার মানুষজন, ভাষা ও সংস্কৃতি সব কিছুই আলাদা। ফলে কোনো সমস্যা হলে বেড়ানোটাই মাটি হয়ে যাবে। বেড়াতে যাওয়ার আনন্দ নিরাপদে উপভোগ করতে চাইলে কয়েকটি কাজ আগে থেকে

জায়গাটি সম্পর্কে ভালো করে জেনে নিন। যেখানে বেড়াতে যাবেন বলে ঠিক করেছেন, বাড়ি বসেই সেই জায়গা সম্পর্ক যতটা জানা সম্ভব জেনে নিন। সেখানকার রাস্তাঘাট, উল্লেখযোগ্য স্থান, থানা ও হাসপাতাল সম্পর্কে জেনে রাখুন। দরকারে কাজে লাগতে পারে।

দরকারি কাগজপত্রের ফটোকপি সঙ্গে রাখুন। ভোটার আইডি কার্ডের মতো অত্যন্ত জরুরি কাগজপত্রগুলোর ফটোকপি করিয়ে সঙ্গে রাখুন। খুব দরকার না পড়লে আসলগুলো রাখার ঝুঁকি নেবেন না। কোনোভাবে একটি কাগজ হারিয়ে গেলে ফিরে এসে মুশকিলে পড়বেন আপনিই।

পরিজনদের সব তথ্য দিয়ে যান। কোথায় যাচ্ছেন, কত দিন থাকছেন, কবে ফিরছেন— এই প্রাথমিক তথ্যগুলো পরিজনদের সঙ্গে ভাগ করে নেন। কিন্তু এগুলো যথেষ্ট নয়। ট্রেন কিংবা বিমান সম্পর্কে বিস্তারিত তথ্য, বেড়াতে গিয়ে কোন হোটেলে থাকছেন— এমন বেশ কিছু তথ্যও প্রিয়জনদের জানিয়ে রাখা ভালো।

হোটেলের ঘর নিরাপদ কি না যাচাই করুন। অনলাইনে হোটেল বুক করার সময়ে যতটুকু সম্ভব বিষয়টি নজরে রাখুন। বাকিটা হোটেলে পৌঁছেই যাচাই করতে হবে। রিসেপশনের ফোন নম্বরটি ফোনে সেভ করে রাখুন। যাতে যেকোনো দরকারে হোটেলকর্মীদের ডাকতে পারেন।



Schedule Meeting
Brochure Download