ঘুরে আসুন পটুয়াখালী-কুয়াকাটা

Post By - Mr R

18 Jul 2024 | 04:43 PM

57eb155f-99f9-46bb-8ffe-ea0450e37ee3.jpg

যদি একসঙ্গে সমুদ্রসৈকত, দ্বীপ এবং পরিবর্তিত শহর দেখতে চান, তাহলে এই ঈদে পটুয়াখালী হতে পারে চমৎকার ভ্রমণ গন্তব্য। পদ্মা সেতুর উদ্বোধনের পর পটুয়াখালীর চেহারায় এসেছে পরিবর্তন। লোহালিয়া ও লাউকাঠি নদীর তীরবর্তী এই ছোট্ট শহরটি এখন দেশের 'দ্বিতীয় সুন্দরতম' শহর হিসেবে পরিচিতি পেয়েছে।

তাই ঈদের দীর্ঘ ছুটি কিংবা ঝটপট সফরের জন্য পটুয়াখালীকে বেছে নেওয়া যেতে পারে। কুয়াকাটা এখন আর পটুয়াখালীর একমাত্র ট্রেডমার্ক ভ্রমণ গন্তব্য নয়। কুয়াকাটার পাশাপাশি আছে ১০টি ছোট-বড় দ্বীপ, যেগুলো চর হিসেবে পরিচিত। প্রতিটি চরে রয়েছে মনোমুগ্ধকর সৈকত, যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এছাড়াও দেখা যাবে দেশি-বিদেশি পাখি, পূর্ণিমার জোছনা এবং লাল কাঁকড়ার ছোটাছুটি। কুয়াকাটাকে কেন্দ্র করে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এই ১০টি চর যেন ১০ বোনের মতো! এই চরের নামগুলো হলো কাউয়ারচর, চর বিজয়, চর তুফানিয়া, জাহাজম

কাউয়ারচরঃ- ভোরবেলা কুয়াকাটা থেকে মোটরসাইকেল, অটোরিকশা বা বিচ কার নিয়ে সড়কপথে গঙ্গামতি বা কাউয়ারচরে যাওয়া যায়। এখানে সূর্যোদয় দেখা যায় এবং বন বিভাগের নয়নাভিরাম ঝাউবন রয়েছে। সকালে সৈকতের বালুকাবেলায় সাজানো থাকে জেলেদের নৌকার বহর, যা সন্ধ্যায় সাগরে মাছ ধরতে ভাসে। এখান থেকে সাগরসংগ্রামী জেলেদের জীবনযাত্রা দেখা যায়।

লেম্বুরচরঃ- কুয়াকাটা থেকে পাঁচ কিলোমিটার পূর্বে লেবুর বনে ঘেরা লেম্বুরচর বা নেম্বুরচর দ্বীপটি অবস্থিত। তিন নদীর মোহনায় এর সৈকত থেকে মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখা যায়। এক হাজার একর আয়তনের এই দ্বীপে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। কুয়াকাটা সৈকতসংলগ্ন বেড়িবাঁধের ওপর দিয়ে মোটরসাইকেল, ভ্যান বা যেকোনো যানবাহনে সড়কপথে এই দ্বীপে যাওয়া যায়। চাইলে হেঁটেও যেতে পারেন। এছাড়া কুয়াকাটা সৈকত থেকে স্পিডবোট বা ট্রলারেও পৌঁছানো যায়।

ফাতরারচরঃ- কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ১০ কিলোমিটার পশ্চিমে গেলে দেখা মিলবে নীল জলরাশির মধ্যে সবুজে ঘেরা ফাতরার বন বা ফাতরারচর নামে সংরক্ষিত ম্যানগ্রোভ বনাঞ্চলের। এটি যেন সাগরের বুকে ভাসমান এক অরণ্য। ট্রলার জেটি পেরিয়ে ভেতরে ঢুকলেই একটি সাইনবোর্ড দেখা যাবে, যাতে লেখা আছে ‘টেংরাগিরি অরণ্য’। এই অরণ্যের মধ্যে শানবাঁধানো একটি পুকুর এবং বন বিভাগের রেস্টহাউস রয়েছে, আর আছে অসংখ্য পাখি। চরের পূর্ব অংশে একটি ছোট সমুদ্রসৈকত রয়েছে, যা ভাটার সময়ে দেখা যায়। কুয়াকাটা থেকে প্রতিদিন সকালে ট্যুরিস্ট ব



Schedule Meeting
Brochure Download