দেশেই এখন রোমাঞ্চকর স্কুবা ডাইভিং

Post By - Mr R

18 Jul 2024 | 04:46 PM

3296a34f-e1cc-4035-b0c7-48f42d489fcf.jpg

রোমাঞ্চপ্রিয় মানুষের জন্য স্কুবা ডাইভিং একটি বড় আকর্ষণ। আগে এটি উপভোগ করতে বিদেশে যেতে হতো এবং প্রশিক্ষণ নিতে হতো।তবে এখন আর বিদেশে যাওয়ার প্রয়োজন নেই, কারণ দেশে স্কুবা ডাইভিংয়ের সুযোগ এবং প্রশিক্ষণ দুটোই পাওয়া যাচ্ছে। সেন্ট মার্টিনে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্কুবা ডাইভিং করা যায়।

স্কুবা ডাইভিং সহজ কাজ নয় এবং ইচ্ছে হলেই যে কেউ এটি করতে পারেন না। এর জন্য শারীরিক সুস্থতা ও প্রশিক্ষণ প্রয়োজন। স্কুবা ডাইভিং করতে হলে সাঁতারে দক্ষতা থাকা জরুরি। সমুদ্রতলে কথা না বলে ইশারার মাধ্যমে যোগাযোগ করা হয়, তাই পানির নিচে অন্যান্য স্কুবা ডাইভারের সঙ্গে যোগাযোগের নিয়ম জানতে হয়। এত সব নিয়মকানুন মানার পরও অনেকেই স্কুবা ডাইভিং করতে সক্ষম হবেন না।

যাঁরা স্কুবা ডাইভিং করতে পারবেন না:- (১) হৃদ্‌যন্ত্রের সমস্যা থাকলে। (২) ফুসফুস বা কিডনির অসুস্থতা থাকলে। (৩) শরীরে বড় কোনো অপারেশন হয়ে থাকলে। (৪) আগে স্ট্রোক হয়ে থাকলে। (৫) উচ্চ রক্তচাপের রোগী হলে। (৬) সর্দি-কাশি হলে। (৭) হাঁপানি, শ্বাসকষ্ট বা অন্যান্য ক্রনিক রোগে আক্রান্ত হলে।



Schedule Meeting
Brochure Download